রসুলে করীম সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম যে রূপ ভাবে
আল্লাহ রব্বুল আলামীনের হুকুম সমূহ কে বায়ান করেন,অনুরূপ তাঁকে এই এখতিয়ারও দেওয়া
হয়েছে যে তিনি কিছু কিছু আহকাম নিজের তরফ থেকে জারীও করতে পারেন । নিম্নে কিছু উদাহরণ
হাদিসের দলীল সহ তুলে ধরা হল –
১- হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন “বিদায়ী হজের সময় হুযুর পাক
সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম সাহাবাদের হজের ইহরাম খুলে ওমরার ইহরাম বাঁধিয়ে
ছিলেন, কিন্তু কুরবানী লাযিম করেননি । (বোখারী শরীফ ১ম খন্ড ৪৬ পৃষ্ঠা)
সাধারণের ক্ষেত্রেও এই হুকুম যে,এই রূপ
করলে কুরবানী লাযিম হবে।কিন্তু এ ক্ষেত্রে এটি হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া
সাল্লামের ইখতিয়ার ভুক্ত ।
২- হযরত ইবনে
খোযায়মা বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুলে পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম মুসাফিরের
জন্য মাসেহ তিন দিন পযন্ত নিধারন করেন ,যদি কেউ বার বার জিজ্ঞাসা করত ,তখন তিনি
মাসেহ পাঁচ দিন পযন্তও নিধারন করতেন । ( ইবনে মাযা ৪৬ পৃষ্ঠা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন