মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

সৃষ্টিতে নাই কেহ সবার সেরা

সৃষ্টিতে নাই কেহ সবার সেরা প্রিয় নবীর মত, নয় চাঁদ নয় কোন গ্রহ তারা প্রিয় নবীর মত। অন্ধকার ধরা আলোতে ভরা হল যাঁর ওসিলায়, নুয়ে ভরা রহমত হয়ে এলে তিনি দুনিয়ায়। সেরা বাণী বলে নি কেহ প্রিয় নবীর মত।। নবীর আগমন ঘটল যখন ছড়াল সদায় নুর, হুর-গেলেমান,আর ইনসান মিলিয়ে ছিল এ সুর। দেখিনি মোরা নয়নে কভু প্রিয় নবীর মত।। নবীর বিনা যায় না চেনা,কে মমিন ? কে শয়তান? ইমাম রেজা আশিক হলেন আশরাফ আলী বেইমান ঈমানের ই জান হয়নি কেহ প্রিয় নবীর মত।। দেখা দিয়ে ধন্য কর বলি নুরুল আরেফিন দিদার বিনা জীবন মোর হচ্ছে শুধু হীন দিদারের কারো আর হয় না ঈদ প্রিয় নবীর মত। ........... নুরুল আরেফিন রেজবী আযহারী 🔎 লেখকভিত্তিক বই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন